পূর্ব গৌতার ১০ শতাংশ পুনরুদ্ধার করেছে আসাদ বাহিনী

পপুলার২৪নিউজ ডেস্ক

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতার ১০ শতাংশ পুনরুদ্ধার করেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার সকালে সেখানে স্থল হামলা জোরদার করা হয়েছে। বিদ্রোহীরাও দামেস্কে গোলা নিক্ষেপ করে তার জবাব দিচ্ছে।

২০১৩ সাল থেকে পূর্ব গৌতা অবরোধ করে রেখেছে সরকারি বাহিনীগুলো। এতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটির প্রায় চার লাখ অধিবাসী আটকা পড়েছেন।

দিনের পর দিন অবরোধের মধ্যে থাকায় ওই এলাকায় খাবার ও ওষুধের সঙ্কট দেখা দিয়েছে, অপরদিকে ত্রাণের ট্রাকগুলোও অবরুদ্ধ এলাকাটির ভিতরে প্রবেশ করতে পারছে না।

সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে অঞ্চলটি মুক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে সিরীয় সামরিক বাহিনী।

সিরিয়ায় বিদ্রোহীদের যে কয়টি শক্তিকেন্দ্র এখনও টিকে আছে পূর্ব গৌতা তার অন্যতম।

সিরিয়ার সামরিক বাহিনী গৌতার বেসামরিক লোকদের হামলার লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ বিদ্রোহীদের।

পূর্ববর্তী নিবন্ধটাকা পরিশোধের শর্তে রবির রিট মামলা নিষ্পত্তি
পরবর্তী নিবন্ধধর্মান্ধরাই জাফর ইকবালের ওপর হামলা করেছে: প্রধানমন্ত্রী