পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর গাবতলী টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত বৈশাখী পরিবহনের চালক শাহ আলম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
বুধবার সন্ধ্যায় ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন শ্রমিক সন্ধ্যা সাড়ে ৬টায় মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে সকালে পরিবহন শ্রমিকদের ডাকা দেশব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলীতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে ওই চালক আহত হন।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।