পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:

গত তিনদিনের ব্যবধানে দেশে ৪৮৬ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে, এখন পর্যন্ত ৩ হাজার ২৩৫ জন পুলিশ সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত করোনায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন ১০ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (২১ মে) পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকাসহ সারা দেশে ৩ হাজার ২৩৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৪৯ এবং গত সোমবার (১৮ মে) এই আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬২১ জন।

বৃহস্পতিবারের তথ্যানুযায়ী, শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্তের সংখ্যা এক হাজার ২৭৭ জন। অথচ গত ১৯ মে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৯৫। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।

সর্বশেষ বৃহস্পতিবার করোনাযুদ্ধে জীবন দেন পুলিশের ১০ম সদস্য। তার নাম মোখলেসুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬৯ পুলিশ সদস্য। বুধবারও করোনাভাইরাস মুক্ত হয়ে ১৮১ পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ফুলেল শুভেচ্ছায় বিদায় নেন।

 

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় আম্পানে ক্ষতি ১১০০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্রকৌশলী হত্যা : ২ জনের দায় স্বীকার, সহকর্মী রিমান্ডে