পুলিশের ৩০ কর্মকর্তাকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দফতরের এক চিঠিতে ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ জন সহকারী পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।

সোমবার (৯ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ পদায়নের কথা বলা হয়। চিঠিটি মঙ্গলবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন‑ অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ, মাহমুদা বেগম, মো. আবদুস ছালাম, মো. রুহুল আমিন, মো. শামছুল আজম, মোহাম্মদ নাজমূল হাসান, শেখ রাজীবুল হাসান, শাহ মো. আব্দুর রউপ, মোহাম্মদ বিলাল হোসেন, মাহমুদুল হাসান ফেরদৌস, মো. শাহরিয়ার আলম, মাহমুদুল হাসান, নূরানী ফেরদৌস দিশা, মোহাম্মদ আবদুল গফুর, ফরহাদ কবীর, মাঈন উদ্দিন চৌধুরী, শেখ শরীফ-উজ-জামান, জিয়াউদ্দিন আহমেদ, মো. মশিউর রহমান মন্ডল ও আমিনুল ইসলাম সরকার।

সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, আরমান হোসেন, আল মামুন, মো. ফারুক আহমেদ, দীপঙ্কর ঘোষ, রাজিবুল আহসান, মাসুদ রানা, রায়হান ইবনে রহমান, মাকসুদুর রহমান ও মেরিনা আক্তার।

পুলিশ সদরদফতরসহ দেশের বিভিন্ন জেলায় তাদের পদায়ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ যাত্রী নিয়ে সড়কে অর্ধেক গণপরিবহন
পরবর্তী নিবন্ধআজ থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম