পুলিশের সহায়তায় লন্ডনে ইরানি দূতাবাসে হামলা!

পপুলার২৪নিউজ ডেস্ক:

লন্ডনে ইরানি দূতাবাসে হামলায় ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর সম্মতি ছিল বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজের্দি। ইরানি দূতাবাসে শুক্রবারের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর পার্সটুডের।

আলাউদ্দিন বোরুজের্দি আরও বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সরকারের। কাজেই ব্রিটিশ সরকারকেই দূতাবাসে হামলার সব দায়িত্ব নিতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইরানি দূতাবাসের নিরাপত্তার ক্ষেত্রে সৃষ্ট সমস্যার বিষয়েও ব্রিটেনকেই জবাবদিহি করতে হবে।

ব্রিটিশ শিয়া নামে পরিচিত ‘শিরাজি’ গোষ্ঠীর সমর্থকরা শুক্রবার বিকেলে লন্ডনে ইরানের দূতাবাসে হামলা চালায়।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাকারীরা দূতাবাস ভবনের দেয়াল বেয়ে ওপরে ওঠে এবং তারা ইরানের জাতীয় পতাকা নিচে নামিয়ে ফেলে। হামলার সময় ব্রিটিশ পুলিশ দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ এক টুইটার বার্তায় হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে ৮০ ভাগ নারীর মোবাইলে আপত্তিকর মেসেজ!
পরবর্তী নিবন্ধফেসবুক চালাতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা!