পুরনো কাপড়-চোঁখের জ্বলে কাটে হাওরবাসীর ঈদ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঈদুল ফিতরে সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারের মানুষের পরনে পুরনো কাপড়, আটার রুটি খেয়ে, অভাবে অনেকের চুলায় আগুন জ্বালেনি, অনাহার-অর্ধাহার, হাহাকার আর চোঁখের জ্বলে ঈদ কাটে হাওরবাসী।
হাওরের জলে এখন দুঃখ বেদনার ঢেউ খেলে। গ্রামের বেশির ভাগ মানুষ কৃষি ও মৎস্যজীবী। বর্ষায় হাওরে জাল ফেলে মাছ ধরে বিক্রি করে জীবন চলে। গ্রামের সবাই মাস দুয়েক আগেই সুখের স্বপ্ন রচনা করেছিলেন কিন্তু বন্যা আর বানের পানি তাদের আনন্দ উৎসব মাটি করে দিয়েছে। হাওরের সবুজাভ পানি আর চোখের নোনা জল মিলে মিশে একাকার হয়ে গেছে। অকাল বন্যায় হাওরবাসীর ঈদ আনন্দ কেড়ে নিয়েছে।
তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলাইন তাহিরপুর গ্রাম। একশত ঘরের বসতিপূর্ণ এই গ্রামে ৭শত লোকের বসবাস। টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ার হাওর বেষ্টিত গ্রামটির পাশে আছড়ে পড়ছে হাওরের বড়বড় ঢেউ। গ্রামটিতে ঈদের কোন আনন্দ-উৎসব নেই। ঘরে চাল নেই, তাই হাঁড়িতে ভাতও নেই। ঈদের দিন সকালে হাওরের স্বচ্ছ জলে গোসল করে পুরোনো কাপড় পড়ে ফিরনি সেমাই খাবার বদলে খেয়েছেন আটার রুটি। তাদের সন্তানদের গায়ে ওঠেনি কোনও নুতন জামা। পুরোনো কাপড় ধুয়ে পরিষ্কার করে ছেলে-মেয়েদের পরতে দিয়েছেন। গ্রামের পুরুষ লোকেরা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
ছিলাইন তাহিরপুর গ্রাম থেকে নৌকা ছাড়া কোথাও যাওয়া যায় না। হাওরের পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চলাচল সীমিত হয়ে যায়। একশত ঘর গ্রামের একটি ঘরও পরিপাটি ভাবে সাজানো গোছানো নেই। প্রত্যেকের বাড়ির ছাদ বা বেড়ায় অসংখ্য ছিদ্র। গ্রামবাসী ও পারিপার্শ্বিক অবস্থা দেখে বোঝা যায় যে গ্রামবাসীর সবাই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। নারী-পুরুষ শিশু কিশোর কিশোরী কারও স্বাস্থ্য ভালো নেই। লিকলিকে অপুষ্টিতে আক্রান্ত চেহারা নিয়ে মানুষগুলো কোনো রকমে টিকে আছে। মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করেন হাওরের পানি বেড়ে যাওয়ায় এখন আর পর্যাপ্ত মাছ ধরতে পারেননা। তাই নিত্য অভাব পরিবারগুলোতে লেগে আছে।
গ্রামের যুবক ইমান নূর বলেন, জোড়া তালির লুঙ্গি আর শার্ট পড়ে তিনি ঈদের নামাজ আদায় করেছেন। আবু শামা বলেন, আল্লাহ হাওরবাসীর ওপর আর যেন এরকম গজব না দেন ঈদের জামাতে এ দোয়াই করেছি। সেনোয়ারা খাতুন বলেন, হাওরের মধ্যে পানি আর পানির মধ্যে তাদের বসবাস। বিচ্ছিন্ন জনপদ হওয়ায় তাদের খোঁজ খবর কেউ রাখে না। রতিবুল নেছা বলেন, তার দীর্ঘ ৫০ বছরের জীবনে এরকম অভাব আর এরকম ঈদ কোনোদিন দেখেননি। খেয়ে না খেয়ে ঈদের দিন কাটছে তাদের, আশঙ্কা করেন, এভাবেই হয়তো সারা বছর কাটাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার অভিনয়ে আদনান সামি
পরবর্তী নিবন্ধহাওরের শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উৎসব