রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সাক্ষাতের কথোপকথন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বিতর্কের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও সেই সময় আসেনি বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
৭ জুলাই জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের প্রথম দিন শুক্রবার প্রথমবারের মত ট্রাম্প-পুতিন মুখোমুখি বৈঠক করেন। প্রায় সোয়া দুইঘণ্টার ওই বৈঠক হয়। বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে ট্রাম্পের এই আলাপচারিতা প্রকাশ করা হয়।
গতবছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় রুশ হ্যাকারদের হস্তক্ষেপের অভিযোগে তদন্ত চলছে। ট্রাম্পকে জেতাতে মস্কোর নির্দেশে হ্যাকিং হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
সূত্র : এনবিসি নিউজ।