পীরগঞ্জে আদালতের রায় অমান্য করে জমি দখল

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
 
পীরগঞ্জ উপজেলার প্রথমডাঙ্গা গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অদালতের রায় অমান্য করে জমি দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় মান্না-মমতাজ গংরা দুর্বৃত্তদের সহায়তায় দখল প্রক্রিয়া সম্পন্ন করে। এ ঘটনায় রংপুর আদালতে একটি মামলা করা হয়েছে। এ ঘটনার নায্য বিচার চেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। 
গ্রামবাসী জানান, প্রথমডাঙ্গা গ্রামের মৃত সেরাজ উদ্দিনের চার পুত্র মান্না গংদের বাড়ির সঙ্গে লাগানো ১২০৫, ১২০৬ ও ১২০৭ নং দাগে ৭২ শতকের মধ্যে ৩৮ শতক হামিদ ও হালিম মিয়ার ভিটা জমি রয়েছে (এর মধ্য হামিদ মারা গেছে)। মূলত কাগজে-কলমে মান্নারা ৩ শতক জমির মালিক। কিন্তু দখলকারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরো ৭২ শতকই দখল করে আসছিল। 
জমিটি গ্রাম্য সালিশে ফিরিয়ে না দিলে, ২০০৭ সালে পীরগঞ্জ সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা করেন হালিম। যার নং ৭০১/০৭। ওই মামলায় ২০১০ সালে বাদী হালিম ডিক্রি লাভ করেন। ওই ডিক্রি জারি মামলায় বিজ্ঞ আদালত কমিশন নিয়োগ করে ২০১৬ সালের ৯ই মে জমির দিক ও সীমানা নির্ধারণ করে ঢাক-ঢোল পিয়ে গ্রামবাসীর উপস্থিতিতে জমির দখল হালিম বরাবর বুঝিয়ে দেয়া হয়। এর পর হালিম মিয়া জমিতে বেড়া দিয়ে বিভিন্ন ধরনের গাছ ও ফসল লাগিয়ে শান্তিপূর্ণভাবে দখল ভোগ করে আসছেন। 
হঠাৎ করে গত ১১ই জানুয়ারি স্থানীয় সন্ত্রাসী আওয়ামী লীগের কর্মী দাবি করা সেলিমের নেতৃত্বে ও পুলিশের সহায়তায় জমিটি দখল করে নেয় মান্নারা। দখলকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, কুড়াল, কোদাল, বল্লম নিয়ে জমিতে প্রবেশ করে। এ সময় জমিতে থাকা গাছ ও ফসল ধংস করে। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি ভূমিদস্যুরা হালিমকে হত্যার হুমকি দেয়। ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা হলেন- এসআই জানে আলম, আফজাল ও মাহমুদুর। 
জানা গেছে, সেলিম দলিল লেখক হিসেবেও পরিচিত। সে জাল দলিল তৈরি করে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে বলে অভিযোগ রয়েছে। হালিমের জমির বিষয়েও একটি জাল দলিল তৈরি করে থানা পুলিশকে ম্যানেজ করেছে বলেও তার রিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। 
আদালতের রায় এভাবে অমান্য করে অবৈধভাবে দখলের ঘটনায় এলাকার বিশিষ্টজনেরা হতবাক। তারা জানান, হালিম যেমন আদালতের মাধ্যমে জমি বুঝে পেয়েছেন তেমনি অবৈধ দখলকারী মান্নারাও আদালত পর্যন্ত যেতে পারতেন।  
জমির মালিক হালিম মিয়া বলেন, ঘটনার দিন পুলিশ ও সেলিম আমার কাছে আসে। বলে- ‘তোর জমির দলিল বের কর। তোর বাপ জমি কিনছিল? তুই কিসের জমি পাবি।’ এ ছাড়া এ সময় তার সঙ্গে খারাপ আচরণ করেন। অথচ সেলিমের এখানে কেনো ভূমিকা রাখার কথা নয়। 
হালিম মিয়া জানান, এখন আমি খুবই নিরাপত্তাহীন অবস্থায় আছি। এমনকি দখলকারী সন্ত্রাসীরা নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করতে পারে বলে শোনা যাচ্ছে। এর আগেও নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে আমাদের উপর মামলা করেছিল বলে জানান তিনি। 
এ বিষয়ে সেলিমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। থাকতে থাকতেই মান্নারা জমি দখল করে নিয়েছে। 
স্থানীয় ১০ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান (মন্টু) বলেন, সেলিমের কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি অনেকবার তাকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে নিষেধ করেছি। কিন্তু সে শোনেনি। উল্টো দলের উপজেলা নেতৃবৃন্দের কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছে। এ ছাড়া একই দলের হওয়ায় সব সময় কিছু বলতে পারি না। এজন্য সেলিম কোনো স্থানে থাকলে আমি ওখানে থাকি না। 
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, জমি দখলের বিষয়টি আমার জানা। কোনো ধরনের হতাহতের ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ প্রথমডাঙ্গা গ্রামে গিয়েছিল। আদালত কমিশন নিয়োগ করে জমি বুঝিয়ে দিয়েছে, এ ছাড়া আদালতের রায় থাকা অবস্থায় কিভাবে জমি দখল করে, এমন প্রশ্নের জবারে ওসি বলেন, কমিশনের কথা বাদ দেন। একতরফা রায় হলে ঢাক-ঢোল পিটিয়ে কমিশন বলে জমি আপনার। এসব কমিশনের কোনো ইয়ে নাই।
জমির বিষয়টি মীমাংসা করার জন্য রংপুর পুলিশ সুপার ও রংপুর রেঞ্জের ডিআইজি (অপরাধ) এবিএম জাহিদ হোসেন পীরগঞ্জ উপজেলা ওসিকে তাৎক্ষণিক নির্দেশ দেন। কিন্তু তাদের আদেশও মানছেন না ওসি।
পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইজতেমা ১৫-১৮ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে এবার আসছে বৌদ্ধরা, রাষ্ট্রদূতকে তলব