পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানকে ‘মিথ্যাবাদী’ বললেন দেশটির বর্ষীয়ান ক্রিকেটার ও সাবেক কোচ জাভেদ মিঁয়াদাদ। ‘বর্ষীয়ান খেলোয়াড়রা ভালো কোচ হয় না’ পিসিবি চেয়ারম্যানের এমন মন্তব্যে বেজায় চটেছেন বড়ে মিয়া। বোর্ড প্রধানকে এক হাত নিয়ে মিঁয়াদাদ বলেছেন, পিসিবি চেয়ারম্যান খেলাটি সম্পর্কে কিছুই জানে না।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিঁয়াদাদ শাহরিয়ারকে ‘মিথ্যাবাদী’ হিসেবে অভিহিত করে বলেন খেলাটি সম্পর্কে সে (খান) কিছুই জানে না এবং সে একজন ‘মিথ্যাবাদী’।
তিনি বলেন, ‘আমার পারফর্মেন্স সম্পর্কে জানতে চাইলে মুশতাক আহমেদ, মঈন খান ইনজামাম এবং ওয়াসিম আকরামকে জিজ্ঞাসা করুন। ‘ মিঁয়াদাদ বলেন, ‘আমি শাহরিয়ারকে বলেছিলাম আপনার খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত, তিনি আমার কথা উড়িয়ে দিয়েছেন। ‘
ইসলামাবাদে একটি বৈঠকে শাহরিয়ার বলেন জাভেদ মিঁঁয়াদাদ একজন কিংবদন্তি ব্যাটসম্যান ছিলেন কিন্তু কোচ হিসেবে ব্যর্থ হয়েছেন। তার এমন বক্তব্যের পরই তীর ছোড়েন মিঁয়াদাদ।
শাহরিয়ার বলেন, ‘মিঁয়াদাদ চারবার কোচের দায়িত্ব পালন করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি একজন কোচকে অবশ্যই যোগ্য ও শিক্ষিত হতে হবে। ‘
দেশটির সাবেক ওপেনিং ব্যাটসম্যান আমির সোহেলও পিসিবি চেয়ারম্যানের সমালোচনা করে বলেছেন, তিনি (শাহরিয়ার) নিজের কাজটিই ঠিকমতো করতে পারছেন না এবং মিঁয়াদাদের প্রতি আঙুল তোলা তার কাজ নয়।
নিউজ চ্যানেলটিকে সোহেল বলেন, ‘শাহরিয়ার গং পাকিস্তান ক্রিকেটকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। ‘ তিনি আরো বলেন, ‘সাবেক সকল ক্রিকেটাররা একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করলে অবসর নেওয়া কোনো ক্রিকেটারের প্রতি পিসিবি কোনো প্রকার অন্যায়-অবিচার করতে পারবে না। ‘