পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ড ব্যতীত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও খালাসপ্রাপ্ত ৫৮৯ জন আসামির সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালত বলেন, বিলম্ব মার্জনার জন্য যে যুক্তি দেখানো হয়েছে তা সন্তোষজনক নয়। যেহেতু ডেথ রেফারেন্স ও আপিলের রায় হাইকোর্টে অপেক্ষমাণ রয়েছে, সেহেতু এই পর্যায়ে এসে হস্তক্ষেপ করা ঠিক হবে না।
২০১৩ সালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আক্তারুজ্জামন পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্টে এই মামলার ডেথ রেফারেন্স আপিল শুনানির শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষ ৫৮৯ জন আসামির মৃত্যুদণ্ড চেয়ে আবেদন দেয়। শুনানি নিয়ে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।
আজ আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে এস এম শাহজাহান, এম আমিনুল ইসলাম শুনানি করেন। তবে, হাইকোর্ট ডেথ রেফারেন্সের আপিলের রায়টি অপেক্ষমাণ রেখেছেন।