নিজস্ব প্রতিবেদক: সারা পৃথিবীর মানুষ যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্য দিয়ে পার করছে। এইদিকে আমাদের দেশের অসৎ ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে ফেলেছে। বিশেষ করে চাল পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে। চালের দাম কেজিতে বেড়েছে ৫থেকে ৬ টাকা। দুইদিন আগে যে পিয়েজ কেজি বিক্রি বিক্রি হচ্ছিল ৩০ থেকে ৩৫ টাকা। তা বেড়ে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। শিম, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, শালগমে বাজার ভরপুর থাকলেও বেশিরভাগ সবজির দাম বেশ চড়া। এমনকি সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম বাড়ার ঘটনাও ঘটেছে। আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছ। পেঁয়াজের দামের বিষয়ে মিরপুর বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের এর প্রভাব দাম বেড়েছে। পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম। ফলে দাম কমার বদলে এখন পেঁয়াজের দাম বাড়ছে। এদিকে চাল পেঁয়াজ ও রসুনের দাম বাড়ায় বিরক্তি প্রকাশ করছেন ক্রেতারা। তাদের অভিযোগ সিন্ডিকেট করে চাল পেঁয়াজের পর এবার রসুনের দাম বাড়ানো হচ্ছে। বাজারে কার্যকর নজরদারি না থাকায় সিন্ডিকেট চক্র এভাবে দাম বাড়াচ্ছে। মিরপুর পিরেরবাগ বাসিন্দা খালেদা আক্তার বলেন, এখন পেঁয়াজের ভরা মৌসুম। এখনতো ১০থেকে ২০টাকা কেজি হওয়া উচিত। তিনি বলেন আমাদের দেশের ব্যবসায়ীরা সুযোগ-সন্ধানী থাকেন। তারা কখনো দেশ ও জনগণের কথা ভাবেন না। অন্য কোন আস্তে ব্যবসায়ীরা সবসময় চিন্তা করেন না। রমজান আসলে আমার সিলিকেট মাথাচাড়া দিয়ে ওঠে। আর এখন করানোর ভাইরাসের দোহাই দিয়ে পর্যাপ্ত বল মাল নাই এই দোয়ায় নিত্যপণ্য দাম বাড়িয়ে দিয়েছেন। আর রসুনের দাম দুই সপ্তাহ আগেও ৮০ থেকে ১০০ টাকা ছিল। বাজারে দায়িত্বশীলদের কোনো নজরদারী না থাকায় এভাবে দাম বাড়ছে। বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ২০-৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসার মতো চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। দেশি পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। আলু ২০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকার মধ্যে। মাঝারি আকারের প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়।