মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষের ঘটনায় এখনও কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
আহতরা হলেন: সতীশ হালদারের ছেলে অমল হালদার (৫০), একই এলাকার কানাই হালদারের ছেলে সুমন হালদার (২৪), মৃত মহেন্দ্র হালদারের মেয়ে রাধিকা হালদার (৫০), নৈদারচান হালদারের ছেলে লিটন হালদার (৪২), তারাপদ হালদারের ছেলে বিপ্লব হালদার (৫০), মন্টু মণ্ডলের ছেলে মনমোহন মণ্ডল (৪০), সুমেশ হালদারের ছেলে শ্যামল হালদার (৫৭), মৃত কুট্টিশ্বর হালদারের ছেলে বিশু হালদার (৫২), জগদীশ হালদারের ছেলে মানিক হালদার (৪৫), ভবতরণ হালদারের ছেলে অখিল হালদার (৫৫), পঞ্চানন্দন হালদারের ছেলে পরিতোষ হালদার (৩৫), কানন হালদারের ছেলে নারায়ণ হালদার (৪৫), তরুণী হালদারের ছেলে প্রতাপ হালদার (২৫), গনেশ হালদারের ছেলে প্রেমানন্দ হালদার (৫৭), মৃত নগেন বৈরাগীর ছেলে খিরোদ বৈরাগী (৬০), কমল রায়ের ছেলে অধির রায় (৩৫), মনোরঞ্জন রায়ের ছেলে মুনমত রয় (৩০), মৃত রামচরণ শিকদারের ছেলে রতন শিকদার (৪৫), জগদীশ বৈরাগীর ছেলে প্রকাশ বৈরাগী (১৭), শংকর মণ্ডলের ছেলে শান্ত মণ্ডল (১৮), মৃদুল মৃধার ছেলে বাবুল মৃধা ( ১৮)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া’র ‘নিত্যানন্দ গোস্বামী স্মৃতি সংঘ’ ক্লাব থেকে নড়াইলে পিকনিকে যায় অর্ধশত মানুষ। পিকনিক শেষে ফেরার পথে বাসে সামনে বসা নিয়ে একই এলাকার সুশীল হালদারের ছেলে মিল্টন হালদার ও জগদীশ বৈরাগীর ছেলে প্রকাশ বৈরাগীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে রাতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের দায়িত্ব নেয় এলাকার মুরব্বিরা। কিন্তু বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হালদার ও বৈরাগী বংশের দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় অন্তত ৩০ জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। একসঙ্গে এতো রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
আহত বেশ কয়েকজন বলেন, সামান্য বিষয়টি নিয়ে এমন সংঘর্ষ ঘটবে কেউ প্রত্যাশা করেনি। বুধবারের ঘটনা মীমাংসার জন্য বসার কথা ছিল। তার আগেই তৃতীয় একটি পক্ষের ইন্ধনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান আহতরা।
মাদারীপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মামুন ফকির জানান, এলাকার মুরব্বিদের সমন্বয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ দুপক্ষের উত্তেজনা, পরে সংঘর্ষের ঘটনা। ছোট কয়েকজন তরুণ প্রথমেই এই ঘটনার জন্ম দেয়। যেটা অপ্রত্যাশিত ছিল।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম জানান, মারামারির ঘটনায় আহত ২৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। একসঙ্গে এতো রোগীর চাপে হিমশিম অবস্থা সৃষ্টি হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।