পিএসসির নতুন ৭ সদস্যের শপথ রোববার

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সাত সদস্যের শপথ হবে আগামী রোববার (২ মার্চ)। এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পিএসসি সূত্র এ তথ্য জানায়।

নাম প্রকাশ না করে পিএসসির এক কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২ মার্চ নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে সাতটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাতজনকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগ পাওয়া সাত সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন, ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম ফরহাদ উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধহট্টগোলের মধ্যেই নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধইব্রাহিমের ইতিহাস গড়া সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ আফগানিস্তানের