পিএসজি গোলরক্ষকের মাথায় সফল অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক : ঘোড়ার পিঠ থেকে পড়ে গুরুতর আঘাত পাওয়া সের্হিও রিকো সেরে ওঠার প্রক্রিয়ায় পার করলেন আরেকটি ধাপ। পিএসজি গোলরক্ষকের মাথায় সফল অস্ত্রোপচার করা হয়েছে।

গত ২৮ মে স্পেনের ওয়েলভার এল রোসিও অঞ্চলে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষ হয় রিকোর। এতে ঘোড়ার পিঠ থেকে বেকায়দায় পড়ে যান রিকো। এরপর সেভিয়ার একটি হাসপাতালে ‘গুরুতর অবস্থায়’ তাকে রাখা হয় ইনটেনসিভ কেয়ারে। সেখানেই কোমায় চলে যান এই স্প্যানিয়ার্ড।

২২ দিন কোমায় থাকার পর জ্ঞান ফেরে তার। গত ৫ জুলাই ২৯ বছর বয়সী রিকোকে সরিয়ে নেওয়া হয় অন্য ওয়ার্ডে। সেভিয়ার ওই হাসপাতালেই চলছে তার চিকিৎসা। গত বুধবার অস্ত্রোপচারের পর সাংবাদিকদের রিকোর স্ত্রী আলবা সিলভা বলেন, “সবকিছু খুব ভালোভাবে হচ্ছে।”

রিকোকে হাসপাতালেই রাখা হবে। তিনি কবে বাড়ি ফিরতে পারেন, সেটা এখনও নিশ্চিত নয়।

সেভিয়া থেকে ২০২০ সালে পিএসজিতে যোগ দেন রিকো। প্যারিসের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি।

সেভিয়া, পিএসজি ছাড়াও রিকো খেলেছেন ফুলহ্যাম ও মায়োর্কার হয়ে। ২০১৬ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হয় তার। ওই একটি ম্যাচের পর আর আন্তর্জাতিক ফুটবল খেলা হয়নি তার।

 

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল
পরবর্তী নিবন্ধডান পা ছাড়াই রোনালদোর ট্রিপল সেঞ্চুরি