পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন বাংলাদেশি তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলটি অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি মাহমুদউল্লাহকে নির্বাচন করেছে। গ্লাডিয়েটর্স নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করে।
গ্লাডিয়েটর্স টুইটারে একটি পোস্টে জানায়, ব্র্যাড হজের বদলি হিসেবে বাংলাদেশের কার্যকরী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিতে পেরে আমরা আনন্দিত।’
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পিএসএলের দ্বিতীয় আসর। একই দিনের ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তাই পিএসএলে শুরু থেকেই খেলা সম্ভব নয় মাহমুদউল্লাহর। ভারতের বিপক্ষে ম্যাচটিপ শেষ করেই তবে পিএসএলে যোগদান করতে পারবেন তিনি।
দ্বিতীয়বারের মতো মাহমুদউল্লাহ বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে খেলতে যাচ্ছেন। ২০১৫ সালে তার নাম প্লেয়ার্স ড্রাফটে থাকলেও কোনো দল পাননি। এর আগে শ্রীলঙ্কান টি২০ লিগে খেলেছিলেন তিনি।
এ আসরে পেশোয়ার জালমির হয়ে খেলার কথা রয়েছে বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের। তবে একই সময়ে বাংলাদেশ ক্রিকেটে দলের ব্যস্ত সূচির কারণে তাদের খেলা অনিশ্চিত। তাই বিকল্প ব্যবস্থা নিচ্ছে পিএসএল কমিটি।