পাস্তুরিত সব দুধ পরীক্ষার নির্দেশ

বিএসটিআই অনুমোদিত বাজারে থাকা পাস্তুরিত সব দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

চার প্রতিষ্ঠানকে এ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার চৌদ্দটি কোম্পানির পাস্তুরিত দুধে আশঙ্কাজনক বা ক্ষতিকর কোনো কিছুই পাওয়া যায়নি উল্লেখ করে বিএসটিআইয়ের দেয়া প্রতিবেদনে আদালত সন্তোষ প্রকাশ করেছে।

এ বক্তব্যের কারণে বিএসটিআইয়ের আইনজীবীকে তিরস্কার করেছেন আদালত। একই সঙ্গে আদালতের আদেশ ছাড়া দুধ নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য ও বিজ্ঞাপন প্রচার না করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধহলমার্কের জেসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধরিফাত হত্যার তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী