পারমাণবিক বিপর্যয়: টেপকো ও জাপান সরকার দোষী সাব্যস্ত

পপুলার২৪নিউজ ডেস্ক:
জাপানের ফুকুশিমায় ২০১১ সালের পারমাণবিক বিপর্যয়ের ঘটনায় টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) ও দেশটির সরকারকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার ফুকুশিমার জেলা আদালত এ রায় দেয়।

ফুকুশিমায় পারমাণবিক বিপর্যয়ের ঘটনায় ৩৮০০ জনের একটি দল এ ক্ষতিপূরণের মামলা করেছিল।

ওই ঘটনায় জাপানজুড়ে এমন ৩০টি মামলা হলেও এ মামলাটিতেই বাদীর সংখ্যা সবচেয়ে বেশি।

পূর্ববর্তী নিবন্ধ৩ যুদ্ধাপরাধীর আপিল শুনানি ২১ নভেম্বর
পরবর্তী নিবন্ধআন্দামান দ্বীপপুঞ্জে ভূমিকম্প