পারমাণবিক অস্ত্রের মজুদ গড়তে চান ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে নানা ঘটনার জন্ম দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

এবার পারমাণবিক অস্ত্রের বিশাল ভাণ্ডার গড়ে তোলার কথা জানিয়ে বিশ্ববাসীর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র মজুদের দিক থেকে পিছিয়ে পড়েছে। তাই, সবাইকে ছাড়িয়ে সব চেয়ে বড় মজুদ গড়ে তুলবেন বলে জানান তিনি।

ট্রাম্পের ওভাল অফিসে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, আগামী বছরের মধ্যে তিনি পারমাণবিক অস্ত্রের মজুদের দিক থেকে রাশিয়াকে ছাড়িয়ে যেতে চান।

পূর্ববর্তী নিবন্ধদুই অধিনায়ক একসঙ্গে
পরবর্তী নিবন্ধআমি হিজাবে স্বস্তি বোধ করি : লিন্ডসে লোহান