পান্ডিয়ার ব্যাটে ‘নাম্বার ওয়ান’ ইন্ডিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:
সিরিজে এই প্রথম অস্ট্রেলিয়ার ব্যাটিংটা হল ঝলমলে। সেঞ্চুরি পেলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু সবই অর্থহীন। হার্দিক পান্ডিয়ার ৭২ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংসে ভারত এক ঢিলে দুই পাখি মারল।

এক. পাঁচ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল এবং দুই. ওয়ানডে র‌্যাকিংয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে শীর্ষে উঠে এলো। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে গেলেন কোহলিরা।

রোববার ইন্দোরে তৃতীয় ওডিআইতে স্বাগতিকরা ১৩ বল বাকি থাকতে ২৯৪ রান করে ম্যাচ জেতে। মনীষ পান্ডের (৩৬*) সঙ্গে পঞ্চম উইকেটে পান্ডিয়ার ৭৮ রানের পার্টনারশিপে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

এরআগে রোহিত শর্মা (৭১) ও আজিংকা রাহানে (৭০) উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তোলেন। রোহিতের এটি ৩৩তম ওডিআই ফিফটি।

তবে ভারতের সহজ জয়ের ভিত গড়ে দেন বোলাররা। অ্যারন ফিঞ্চের দুরন্ত শতক (১২৫ বলে ১২৪) সত্ত্বেও অসিরা তিনশ’ রান স্পর্শ করতে পারেনি।

অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৬৩ রান। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ২৯৩/৬ এ থামে। দুটি করে উইকেট নেন বুমরাহ ও কুলদীপ যাদব। বৃহস্পতিবার বাঙ্গালোরে চতুর্থ ওডিআই।

সংক্ষপ্তি স্কোর

অস্ট্রেলিয়া ২৯৩/৬, ৫০ ওভারে (ডেভিড ওয়ার্নার ৪২, অ্যারন ফিঞ্চ ১২৪, স্টিভেন স্মিথ ৬৩, মার্কাস স্টোইনিস ২৭*। বুমরাহ ২/৫২, কুলদীপ যাদব ২/৭৫)।

ভারত ২৯৪/৫, ৪৭.৫ ওভারে (আজিংকা রাহানে ৭০, রোহিত শর্মা ৭১, বিরাট কোহলি ২৮, হার্দিক পান্ডিয়া ৭৮, মনীষ পান্ডে ৩৬। প্যাট কামিন্স ২/৫৪)।

ফল: ভারত ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: হার্দিক পান্ডিয়া (ভারত)। -এএফপি।

পূর্ববর্তী নিবন্ধমোশাররফ করিমকে দেখেই জ্ঞান হারালেন ভক্ত
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ:প্রধানমন্ত্রী