পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন মো. লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি।

সোমবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে পাথরঘাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লাল মিয়া কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার মৃত ইসমাইল ঘরামির ছেলে।

এর আগে ভোর রাত অনুমানিক ৩টার দিকে কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার বিলের মধ্যে নির্জনে গিয়ে তিনি বিষপান করেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বাড়ির পাশের বিলের মধ্যে গিয়ে রাত ৩টার দিকে বিষপান করেন লাল মিয়া। এর কিছুক্ষণ পরে স্থানীয় কামাল মিয়া নদীতে পোনা মাছ ধরার জাল উঠানোর জন্য যাওয়ার সময় লাল মিয়াকে ছটফট করতে দেখেন। এ সময় তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে লাল মিয়াকে উদ্ধার করে ট্রলারে বরগুনা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় বিষখালী নদীতে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি বিষপান করেছেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা থেকে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু
পরবর্তী নিবন্ধপুকুরে ডুবে শিশুর মৃত্যু