পাত্তাই পাবে না অস্ট্রেলিয়া: হরভাজন

পপুলার২৪নিউজ ডেস্ক:
যেকোনো সিরিজের আগে দলগুলো আত্মবিশ্বাস বাড়ানোর টোটকা জোগাড় করে। স্টিভ স্মিথরাও তাই যেকোনোভাবে চাইবেন হরভাজন সিংয়ের কথা না শুনতে। এই ভারতীয় অফ-স্পিনারের কথা শোনার পর নেতিবাচক প্রভাব পড়লে যে আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে। আসন্ন সিরিজের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন হরভাজন, ‘অস্ট্রেলিয়া ভালো খেললেও ভারত ৩-০তে জিতবে!’

টেস্টে অবিশ্বাস্য সাফল্যের মধ্যদিয়ে যাচ্ছে ভারত। টানা ১৯ টেস্টে অপরাজিত তারা। এর মাঝে দেশে মাত্র দুটি টেস্ট ড্র হয়েছে, বাকি সবগুলোতেই জয়। উল্টোদিকে অস্ট্রেলিয়া নিজেদের মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে। নিউজিল্যান্ডেও হেরে এসেছে ওয়ানডে সিরিজ। এশিয়ায় সর্বশেষ সিরিজ জয়ের স্মৃতিও ভোলার পথে। গত বছর শ্রীলংকার কাছেই ধবলধোলাই হয়েছে টেস্ট সিরিজে। তাই ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করবে তারা অনেক পিছিয়ে থেকে।

এ সিরিজে ভারতের জয়কেই নিরাপদ ভবিষ্যদ্বাণী মেনে নিচ্ছেন অনেকে। হরভাজন ধবলধোলাই দেখছেন সম্ভাব্য ফল হিসেবে, ‘যদি অস্ট্রেলিয়া ভালোও খেলে, তবুও ভারত সিরিজ জিতবে ৩-০ ব্যবধানে। না হলে, ৪-০।’ অর্থাৎ সিরিজে অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ একটা টেস্ট ড্র করতে দেখলেই অবাক হবেন হরভাজন। সিরিজ পাঁচ টেস্টের।

অস্ট্রেলিয়ার এমন অবস্থার জন্য ব্যাটিংয়ে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের অভাবকে কারণ বলছেন হরভাজন, ‘প্রথম থেকেই যদি বল ঘোরে, মনে হয় না খুব বেশিক্ষণ টিকতে পারবে ওরা। ওয়ার্নার ও স্মিথ ছাড়া এ কন্ডিশনে ভালো করার কেউ নেই এই দলে। অতীতের অস্ট্রেলিয়া দলগুলো নিজেদের ওপর বিশ্বাস রাখত। এই দলের সে বিশ্বাস আছে বলে মনে হয় না!’

শুধু ব্যাটসম্যান নন, অস্ট্রেলিয়ার স্পিনারদের মান নিয়েও প্রশ্ন তুলেছেন হরভাজন। তার মতে, ভারতে বল করার মতো স্কিলই নেই নাথান লায়ন, স্টিভ ও’কিফে কিংবা অ্যাশটন অ্যাগারদের, ‘আমার মনে হয় না তাদের সে দক্ষতা আছে। অস্ট্রেলিয়ার চেয়ে এখানে বল করার মধ্যে অনেক তফাৎ।’ ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধবরুণ কখনও গোবিন্দ হতে পারবে না
পরবর্তী নিবন্ধমাংস ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত