জেলা প্রতিনিধি:
অব্যাহত ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে। মাঝপদ্মায় ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে পাঁচটি ফেরি নোঙর করে আছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকা পড়েছে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের কয়েশ যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরি ঘাট সূত্র জানিয়েছে, পাটুরিয়া ঘাটে আটকা আছে কয়েকশ যানবাহন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পাড়ের ঘাট এলাকায় যানবাহনের সংখ্যাও বাড়ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।
জিল্লুর রহমান আরও জানান, রাত ২টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হবে বলে জানান তিনি।