জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে ফেরিপারের অপেক্ষায় রয়েছে শতাধিক ট্রাক। বুধবার সকাল সোয়া ৮টার দিকে এ তথ্য জানান উভয় ঘাটের দায়িত্বরত কর্মকর্তারা।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, ভোরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের চাপ বাড়তে থাকে। বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে ফেরিপার করা হয়। এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, মধ্যরাত থেকে ঢাকামুখী পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ হতে থাকে। সকাল সোয়া ৮টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিপারের অপেক্ষায় শতাধিক ট্রাক রয়েছে বলেও জানান তিনি।