পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদে ঘরমুখী মানুষবাহী যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করেছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে নৌ-রুট পারাপারের অপেক্ষায় যানবাহনের লাইন প্রায় ২ কিলোমিটার দীর্ঘ হয়েছে।
দীর্ঘ সময় যানবাহনে বসে থেকেও নৌ-রুট পারাপার হতে না পারায় ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও বাস যাত্রীদের। পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নৌ-রুট পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাট এলাকায় বাসের লাইন দুই কিলোমিটার এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যানবাহন ও যাত্রী পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে।
যশোরগামী সোহাগ পরিবহনের যাত্রী জানান, দু-একদিন পরে ঈদ যাত্রীদের উপচে পড়া ভিড় থাকবে বলে একটু আগেই গ্রামের বাড়ির উদ্দেশে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে রওনা হয়েছেন। কিন্তু প্রায় ৪০ মিনিট ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইনে বসে থেকেও ফেরির দেখা পাননি তিনি।
মেহেরপুরগামী এক বাসের হেলপার জানান, গাবতলী থেকে সকাল সাড়ে ৭টায় রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় পাটুরিয়া ঘাট এলাকায় এসেছেন। এরপর থেকেই ফেরির অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইনে পড়েছেন। কখন ফেরিতে উঠার সুযোগ পাওয়া যাবে সে বিষয়টিও জানা নেই বলে জানান তিনি।