পাটুরিয়া ঘাটে গাড়ির লাইন ১১ কিলোমিটার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ও যাত্রীদের উপচে পড়া ভীড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিপারাপারে বেকায়দায় পড়েছে বিআইডব্লিউটিসি এবং স্থানীয় প্রশাসন।

আজ(শুক্রবার) ভোর থেকেই ছোট-বড় সবধরণের গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরিপারের জন্য অপেক্ষমান গাড়ির লাইন পাটুরিয়া ঘাট থেকে ১১ কিলোমিটার ছাড়িয়ে গেছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শত চেষ্টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ফলে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঘরে ফেরা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৯টি ছোট-বড় ফেরি চলাচল করলেও পুরতান ফেরিগুলোকে চলতে হচ্ছে ধীর গতিতে। গাড়ির চাপ আরও বাড়তে থাকলে মহাসড়কে গাড়ির লাইন বেড়ে ২০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

তবে, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমের নেতৃত্বে ৫ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাটুরিয়া ঘাটসহ ঢাকা-আরিচা মহাসড়কে তৎপর আছেন। ঘাট এলাকায় নানাধরণের অনিয়ম ঠেকাতে সার্বক্ষণিকভাবে কাজ করছেন একজনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। যাত্রী সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সেখানে একটি মেডিক্যাল টিম কাজ করছে। ঘাট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ পাল্টে দিল ঈদ ফ্যাশনের ট্রেন্ড
পরবর্তী নিবন্ধপ্রথম দিনেই অল-আউট শ্রীলঙ্কা