পাগলের মতো ভালোবাসতে আসছেন অধরা

নিজস্ব ডেস্ক

অধরা খান, আসিফ নূর ও সুমিত সেনগুপ্তকে নিয়ে ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিলো ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার। সে ছবির শুটিং হয়েছেন প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে।

ছবিটি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় গেল বছরের মার্চে। ফলে ছবির মুক্তিতে কোনো আইনগত বাঁধা ছিলো না।

তবে এরপরই করোনাভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। তাই সিনেমাটি মুক্তি দিতে পারেননি নির্মাতা-প্রযোজক। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সিক্স ডি প্রোডাকশনস দীর্ঘ সময় নিয়ে ছবিটি মুক্তি দিতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাগলের মতো ভালোবাসি’।

ছবিটি নিয়ে অভিনেত্রী অধরা বলেন, ‘এই সিনেমাটি আমার প্রথম কাজ। এর মাধ্যমেই প্রথম সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই ছবিটি নিয়ে বিশেষ আবেগ কাজ করছে। আশা করছি সিনেমাটি উপভোগ্য হবে। আমি সবাইকে আহ্বান জানাই স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুন।’

এ সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক শাহীন সুমন নিজেই।

পূর্ববর্তী নিবন্ধসানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা
পরবর্তী নিবন্ধশাহরুখকন্যার স্কার্ট পরে কোমর দুলিয়ে ভাইরাল শানায়া