পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তানে খেলতে চান। তিনি জানান, ‘পাকিস্তানের পরিবেশ ভালো হবে। আবারও পাকিস্তানে খেলতে চাই।’
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরে খেলছেন সাকিব। এবারের ফাইনাল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। পাকিস্তানে নিরাপত্তা শংকা থাকায় বিদেশী তারকা ক্রিকেটাররা লাহোরে ফাইনালে খেলতে রাজি নন। পিএসএলে খেলা সাকিব-তামিম-মাহমুদউল্লাহ রিয়াদের দল ফাইনালে উঠলেও অবশ্য খেলা হবে না এই তিন বাংলাদেশীর। জাতীয় দলের সঙ্গে শ্রীলংকা সিরিজে যোগ দেবেন তারা। ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল।
সাকিব বলেন, ‘আমি সবশেষ ২০০৮ সালে পাকিস্তানে খেলেছি। আমার জন্য সেটা দারুণ এক অভিজ্ঞতা। ওদের মাঠ, দর্শক, পরিবেশ, ভক্ত আর আবহাওয়া সব কিছুই দারুণ। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি সত্যিই পাকিস্তানে খেলতে চাই।’
ওয়ানডে ও টি ২০-তে বিশ্বের একনম্বর অলরাউন্ডার সাকিব সেবার ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেন। একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তবে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ৫-০-তে হোয়াইটওয়াশ হয়েছিল।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর পিএসএল প্রসঙ্গে সাকিব জানান, ‘যদি পাকিস্তানে পিএসএল আয়োজন করা হতো, তাহলে আমিরাতের থেকেও সেখানে টুর্নামেন্ট আরও বেশি জমতো। বর্তমানে পাকিস্তানের অবস্থা কিছুটা নাজুক। আশা করি, খুব বেশিদিন এমনটি থাকবে না। পাকিস্তানের পরিবেশ ভালো হবে। সেখানে আবার আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং সিরিজ হবে।’