পাকিস্তানে অর্থ সহায়তা বাড়াবে বিল গেটস

পপুলার২৪নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থ সহায়তা বন্ধের ঘোষণার পর পাকিস্তানকে অর্থ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের মালিক বিশ্বসেরা ধনকুবের বিল গেটস। এ জন্য বিল গেটস পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠিও লিখেছেন। খবর আনাদলু এজেন্সি ও ডনের।

বিশ্ব স্বাস্থ সংস্থার (ডাব্লিউএইচও) মতে, বিশ্বে পোলিও রোগের প্রকোপ সবচেয়ে বেশি আফগানিস্তান, নাইজেরিয়া ও পাকিস্তানে। পোলিও নিয়ন্ত্রণে ডাব্লিউএইচও এবং বিল গেটস পাকিস্তানকে আর্থিক সহায়তা করে আসছে।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাজিদ হোসাই শাহ আনাদলু এজেন্সিকে বলেন, পাকিস্তানে পোলিও রোগ নিরাময়ের জন্য বিল গেটস তার সাহায্য অব্যাহত রাখবে। গেটস অ্যান্ড ম্যালিন্ডা ফাউন্ডেশন গত ৫ বছরে পাকিস্তানকে ৬৫৪ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক আছে: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসৌদি প্রিন্সের ‘রক্তাক্ত তলোয়ার বাহিনী’ কারা?