পপুলার২৪নিউজ ডেস্ক :
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। র্যাংকিং ব্যাবধানে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকলেও স্বাগতিক দল হওয়ায় মানসিক দিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ।
সেই মানসিক শক্তিতে বলিয়ান হয়েই আজ বিকেল পৌনে ৬টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ হকি দল।
এবারের হকির দ্বিতীয়বারের মত আসর বসেছে বাংলাদেশে। প্রথম এশিয়া কাপ হকির আসর বসেছিল ১৯৮৫ সালে। সেবার বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাসের মাঠে হয়েছিল ফাইনাল। তখন এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ছিল ৪৫ হাজার; কিন্তু ফাইনাল খেলা দেখতে এসে উপস্থিত হয়ে পড়েন ৫০ থেকে ৫২ হাজার দর্শক।
Bisk Club
উল্লেখ্য, দীর্ঘ ৩২ বছর পর আবার এশিয়া কাপ হকি ফিরেছে ঢাকায়। এশিয়ার সেরা ৮ দলের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হকিপ্রেমীরা। কেবল হকিপ্রেমীদেরই নয়, এ টুর্নামেন্টে বাংলাদেশের মানুষের নজর থাকবে লাল-সবুজ জার্সিধারী এক ঝাঁক তরুণের দিকে। আয়োজনের সাফল্যে তারাই আনতে পারবে পূর্ণতা। যেমন হয়েছিল ১৯৮৫ সালে। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপে।