পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য নওয়াজ: পাকিস্তান সুপ্রিমকোর্ট

পপুলার২৪নিউজ ডেস্ক:
পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে পদ হারাচ্ছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

দেশটির সুপ্রিমকোর্ট তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি তার প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই বলে ঘোষণা দিয়েছেন আদালত।

পাকিস্তানের সুপ্রিমকোর্টের এ রায়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নিজের শাসনামল পূর্ণ করার আগেই পদ হারাতে যাচ্ছেন নওয়াজ।

তবে নওয়াজ পদ ছাড়লে তার স্থলে কে দায়িত্ব নেবেন সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দেশটিতে ২০১৮ সালে নির্বাচনের কথা রয়েছে।

শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাগ্য নির্ধারণের খবর জানতে সবারই দৃষ্টি ছিল সুপ্রিমকোর্টের দিকে।

অবশেষে বিচারপতি ইজাজ আফজাল খানের নেতৃত্বে সুপ্রিমকোর্টের পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চ নওয়াজকে ক্ষমতায় থাকার অযোগ্য বলে রায় দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেয়।

এদিকে আদালত নওয়াজ পরিবারের সদস্যদের বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য ছয় সপ্তাহের সময় দিয়েছে তদন্ত দলকে। এসময়ের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়েরেরও নির্দেশনা দিয়েছেন আদালত।

আদালত নওয়াজের পাশাপাশি দুর্নীতির দায়ে তার মন্ত্রীসভার ফিন্যান্স মিনিস্টার ইসহাক দার ও সংসদ সদস্য ক্যাপ্টেন সফদারকে পদে থাকার অযোগ্য ঘোষণা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহোলি আর্টিজান জঙ্গি হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘সম্মেলনের অনুমতি না দেওয়া ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ’