পাকিস্তানের টেস্ট অধিনায়কও সরফরাজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
টি ২০ ও ওয়ানডের পর টেস্টেও একই অধিনায়ক বেছে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেয়া সরফরাজ আহমেদকে টেস্ট দলেরও অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে পাকিস্তান দলকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন বোর্ড সভাপতি শাহরিয়ার খান।

২০১৬ সালে টি ২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর এ ফরম্যাটের ক্রিকেটে নেতৃত্ব পান সরফরাজ। আর এ বছরের শুরুতে আজহার আলী সরে দাঁড়ালে গত ৯ ফেব্রুয়ারি একদিনের ক্রিকেটের নেতৃত্বভারও তার কাঁধে ওঠে। ১৯৯২ সালের পর পাকিস্তানকে জেতালেন আইসিসির কোনো ওয়ানডে শিরোপা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল পাকিস্তান। তারই পুরস্কার তাকে দেয়া হল এবার।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর গত মে থেকে টেস্ট অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন চলছিল। ৫৬ টেস্টে ২৬ জয় এনে দেয়া দেশের সবচেয়ে সফল অধিনায়ক মিসবাহ-উল-হক অবসর নেয়ার পর থেকে জায়গাটি ফাঁকা পড়ে ছিল। তার শূন্যস্থান পূরণ করা হল সরফরাজকে দিয়ে।

২০১৪ সালের পর প্রথম অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন তিনি পাকিস্তানকে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে এদিন পিসিবি সভাপতি শাহরিয়ারের প্রস্তাব গ্রহণ করেন সরফরাজ। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি দলের প্রত্যেককে এক কোটি পাকিস্তানি রুপি দেয়ার ঘোষণা এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যার গালে দাঁড়ি!
পরবর্তী নিবন্ধএবার স্মার্ট স্পিকার আনছে স্যামসাং