পাকিস্তানকে আবারও দুঃসংবাদ দিলেন সাইম আইয়ুব

স্পোর্টস ডেস্ক:

দারুণ ফর্মে থাকা সাইম আইয়ুবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল পাকিস্তান। তবে গেল জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে গোড়ালির ইনজুরিতে পড়ে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা বাঁহাতি এই তরুণকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টের কোনো পর্যায়ে খেলানো যায় কিনা, তার জানার জন্য গতকাল শুক্রবার সাইমের শরীরের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

নতুন এই পরীক্ষায় কোনো সুখবর পায়নি পিসিবি। উল্টো পেয়েছে দুঃসংবাদই। পাকিস্তানের ওপেনিং ব্যাটার সাইম অন্তত আরও পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে নিশ্চিত করেছে পিসিবি। যার অর্থ- আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খেলতে পারবেন না।

নতুন আরও এক দুঃসংবাদ হলো- চ্যাম্পিয়ন্স ট্রফির পর সাদা বলের সিরিজে খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। দলের সঙ্গে এই সফরে যাওয়াও অনিশ্চিত হয়ে গেছে সাইমের। অর্থাৎ নিউজিল্যান্ডে জাতীয় দলের হয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও মিস করতে পারেন তিনি।

পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, আইয়ুব তার ডান গোড়ালির ফ্র্যাকচার ইনজুরি থেকে ভালোভাবে সেরে উঠছেন। তিনি বর্তমানে ইংল্যান্ডে আছেন।সেখানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইনজুরির পর থেকে তাকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে পিসিবি জানিয়েছিল, ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন সাইম। যা চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহণের কিছুটা আশা দেখিয়েছিল। তবে নতুন খবরে সেই আশাও হারিয়ে ফেললেন পাকিস্তান ক্রিকেটের ভক্তরা।

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার এক সপ্তাহ পর নিউজিল্যান্ডে যাবে পাকিস্তান। ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আনপ্রেডিক্টেবলরা। নিউজিল্যান্ড সিরিজ শেষ করার ৩ দিন পর, অর্থাৎ ৮ এপ্রিল শুরু হবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি পাকিস্তান সুপার লিগ।

পূর্ববর্তী নিবন্ধত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ফার্গুসন
পরবর্তী নিবন্ধশাফিনের জন্য গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড