পপুলার২৪নিউজ ডেস্ক:
ছবির নাম ‘মাছের ঝোল। ‘ মা-ছেলের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি সিনেমাটি বানাচ্ছেন কলকাতার পরিচালক প্রতীম ডি গুপ্তা। অভিনয় করছেন মমতা শঙ্কর, পাওলি দাম ও ঋত্বিক চক্রবর্তী।
ছবির গল্পে মাছ ও বাঙালি খাবারদাবারের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। মাছে ভাতে বাঙালি বলতে সাদাসিধে জীবনযাপনকে বোঝায়। আবার বাঙালি খাদ্যরসিক বলেও পরিচিত। এসব দিকে খেয়াল রেখে ছবির নাম মাছের ঝোল রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক প্রতীম ডি গুপ্তা। তাঁর কথায়, সিনেমায় খাবারের একটা বড় ভূমিকা রয়েছে। অনেক রান্নাবান্না সিনেমাতে থাকবে। সেকারণে সিনেমার নাম খাবারের নামে করা হয়েছে।
খাবারে পরিপূর্ণ সিনেমায় কাজ করতে পেরে খুশি ঋত্বিক চক্রবর্তী। তাঁর কথায়, আমি এমনিতে খাবার ভালোবাসি। আমি সবসময় ফুড ফিল্ম করতে চাই। কিন্তু, শুধুই কি খাবার থাকবে সিনেমায়? নাহ, তা কিন্তু নয়। এপ্রসঙ্গে পরিচালক প্রতীম ডি গুপ্তা জানিয়েছেন, রোমান্স, ড্রামা, যন্ত্রণা সব থাকবে সিনেমায়।