পপুলার২৪নিউজ ডেস্ক:
ঈদের জন্য নির্মিত একটি টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করেছেন তিন প্রজন্মের পাঁচজন অভিনেতা। এদের মধ্যে রয়েছেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, অপূর্ব, মেহজাবিন চৌধুরী ও এফ এম জনি। গত সপ্তাহে টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। টেলিফিল্মের নাম ‘রঙতুলি ও নীল ভালোবাসা’। এতে অপূর্বর বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম ও শর্মিলী আহমেদ। অন্যদিকে অপূর্ব ও এফ এম জনির বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এতে অভিনয় প্রসঙ্গে সৈয়দ হাসান ইমাম বলেন, ‘এখন তো আসলে টেলিফিল্মের গল্পে খুব বেশি মনোযোগ দেয়া হয় না। আবার সিনিয়র অভিনয় শিল্পীদের উপস্থিতিও থাকে না। কিন্তু এ টেলিফিল্মের গল্পে বেশ ভিন্নতা আছে। তাই কাজ করা।’ শর্মিলী আহমেদ বলেন, ‘বেশ ভালো একটি গল্পের টেলিফিল্ম এটি। দর্শকের ভালো লাগবে।’ অপূর্ব বলেন, ‘আমার ভালোলাগার বিষয় হচ্ছে এ টেলিফিল্মে দুইজন কিংবদন্তি অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করতে পেরেছি। নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি।’ মেহজাবিন বলেন, ‘গুরুজনতুল্য দুজন শিল্পীর সঙ্গে কাজ করাটা আসলেই সৌভাগ্যের। অপূর্ব ভাইয়ার সঙ্গে এর আগে আমি কয়েকটি নাটকে কাজ করেছি। সবগুলোই বেশ দর্শকপ্রিয় হয়েছে। সবমিলিয়ে টেলিফিল্মটি বেশ উপভোগ্য হয়ে উঠবে বলে আমি আশা রাখছি।’ আসছে ঈদে টেলিফিল্মটি এটিএন বাংলায় প্রচার হবে।