পহেলা বৈশাখ উপলক্ষে সাদী মহম্মদ ও অণিমা রায়ের গান

বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে গুরু-শিষ্যের নিবেদন হিসেবে মুক্তি পাচ্ছে রবীন্দ্রনাথের গান ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’। সাদী মহম্মদ ও অণিমা রায়ের কণ্ঠে এই রবীন্দ্রসংগীতটি সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটি প্রকাশ হলো অণিমা রায়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

বর্তমান সময়ের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের শিক্ষক কিংবদন্তী সাদী মহম্মদ। তিনি এই ছাত্রীর সঙ্গে এই প্রথম কোনো রবীন্দ্রসংগীত রেকর্ড করলেন।

বৈশাখী নিবেদন প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পয়লা বৈশাখ মূলত বাঙালির সার্বজনীন উৎসব। ধর্ম বর্ণের উধের্¦ গিয়ে বৈশাখ আমাদের বাঙালিস্বত্ত্বার এক অনবদ্য উৎসব। সেই উৎসবের স্মারক হিসেবেই গানটি তৈরি করা। সাদী মহম্মদ আমার প্রিয় শিক্ষক। আমার এই রবীন্দ্রঅনুরাগী হয়ে ওঠার পেছনে যার অবদান অনেক।

সাদী স্যারের সাথে আমার এক স্টেজে গান করা, টিভি লাইভ পারফর্মেন্স করা হয়েছে। কিন্তু সেই অর্থে দ্বৈত গানের রেকর্ড করা হয়নি। এবারের বৈশাখে সেই উপহারটিই দেবার চেষ্টা করলাম।’

দ্বৈত গান প্রসঙ্গে দেশবরেণ্য কন্ঠশিল্পী সাদী মহম্মদ বলেন, ‘অণিমা আমার খুব প্রিয় ছাত্রী। আজ ও অনেক জনপ্রিয় একজন শিল্পী। ওর সাফল্য আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সাথে একটি ডুয়েট গানের ব্যাপারে যখন আমাকে তানভীর বললো, তখন বললাম, ‘তানভীর তুমি তোমার মতো কম্পোজিশন করো, আমি গাইব।’

প্রিয় ছাত্রীর সাথে একটি গান রেকর্ড হলো, এটাও এক আনন্দের অনুভূতি। বাংলা নববর্ষে আমার শ্রোতাদের একটি নিবেদন করতে পারলাম এটিও আনন্দের ব্যাপার।’

গানটির সংগীতায়োজন প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘সাদী ভাইকে আমার সুরে দুটি গান করানোর পরিকল্পনা যখন করছি। তার মাঝেই যখন বৈশাখ এলো, ভাবলাম অণিমার সাথে এই উপলক্ষে একটি দ্বৈত গানের রেকর্ড তৈরি করি। সেভাবেই গানটির নির্মানভাবনা। রবীন্দ্রনাথের কোন গানটি করবো এটিও সাদী ভাইয়েরই সিলেক্ট করে দেয়া। আমি চেয়েছি দুজনার কণ্ঠে আমার মতো করে একটি সঙ্গীতায়োজন রাখার।’

সাদী মহম্মদ ও অণিমা রায়ের কণ্ঠে ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছ’ গানটি ১৪ এপ্রিল পয়লা বৈশাখের বিশেষ অনুষ্ঠান হিসেবে বিটিভিতে প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিন কেনার নামে জনগণের টাকা লোপাট করেছে সরকার: রুহুল কবির রিজভী
পরবর্তী নিবন্ধপ্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন হয়রানির শিকার না হয়: প্রধান বিচারপতি