‘‘পল্লী সঞ্চয় ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত’’

নিজস্ব প্রতিবেদক:

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসাবে পল্লী সঞ্চয় ব্যাংকে ‘‘ টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” শীর্ষক এক আলোচনা সভা প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক-সহ উন্নয়নের সকল ক্ষেত্রে নারীর সমান অংশীদারীত্ব এবং সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারীদেরকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও গ্রামীণ পরিবেশে নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে পল্লী সঞ্চয় ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব দীপংকর রায়, সিনিয়র কনসালটেন্ট জনাব নজির আহমেদ, কনসালটেন্ট জনাব অসিত রঞ্জন পাল এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে ব্যবস্থাপনা পরিচালক প্রধান কার্যালয় কর্মকর্তা/কর্মচারীদের সাথে নিয়ে কেক কেটে দিবসটি পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে যাচ্ছে নারীরা: ডিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধবুধবার থেকে শেয়ার দাম সর্বোচ্চ ২ শতাংশ কমতে পারবে