পল্লী সঞ্চয় কর্মকর্তার-কর্মচারীর ব্যাংকের আইন ও বিধি অনুযায়ী নিয়োগ হয়েছে: চেয়ারম্যান

পপুলার২৪নিউজ ডেস্ক : একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প ও ব্যাংকের আইন ও নিয়োগ বিধি অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারিদের অগ্রাধিকার ভিাত্তিতে নিয়োগ দেয়া হয়েছেন বলে জানান ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার।
তিনি জানান, কিছুদিন আগে কর্মকর্তা ও কর্মচারীরা তারা যে আন্দোলন করেছে তা সম্পূন্য না বুঝে আন্দোলন করেছেন। তাদের কেউ ভুল বুঝিয়ে এই আন্দোলনে নামিছেন। আইনে যেভাবে রয়েছে সেভাবে তাদের নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া যার জন্য আন্দোলন করেছেন, তারা এক বছর আগেই সেইভাবে তাদের নিয়োগ দেয়া হয়েছে।
আন্দোলনকারী জানান, আমাদের দাবী অনুয়ায়ী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। এখন আমাদের দাবী স্থায়ীত্বকরণ। যদি স্থানীত্বকরণ না করা হয় তাহলে আবার আন্দোলনে নামবো।
সম্প্রতি, গরীব ও অসহায় জনগণের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পল্লী সঞ্চয় ব্যাংকের পুরোনো কর্মীদের বাদ দিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ব্যাংকটিতে সম্প্রতি ৪৮৫ জন ক্যাশ সহকারি নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন সুবিধা নিয়ে চুক্তিভিত্তিক ৩০ জন উপ-আঞ্চলিক অফিসার নিয়োগ দিয়েছেন যার ৭৫ ভাগই এনজিও কর্মী। এ বিষয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তার তাদের নিয়োগের জন্য আন্দোলন করেন।

পূর্ববর্তী নিবন্ধবুধবার ২০১৯ সালের দ্বিতায়ার্ধের মুদ্রানীতি ঘোষণা
পরবর্তী নিবন্ধআদালতের নির্দেশনার পরেও সুপারশপ ও দোকানে পাস্তুরিত দুধ দেখা গেছে