পর্যটন নগরীতে যাচ্ছে ‘পর্যটক এক্সপ্রেস’

নিউজ ডেস্ক : চালু হলো ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় ননস্টপ আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস। আজ বুধবার সকাল সোয়া ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি শুরু করে প্রথম যাত্রা।কক্সবাজারে পৌঁছাবে বেলা তিনটায়।

নতুন এই ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন ৭৮৫ জন যাত্রী। এরআগে ভোর সাড়ে ৫টায় স্টেশনে একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে জানায়, যাত্রী চাহিদার কথা মাথায় রেখে নতুন এই ট্রেন নিয়মিত চলাচল করবে। এতে কোচ থাকছে ১৬টি। বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ঢাকা ও বিমানবন্দর স্টেশনে থামার পর সরাসরি চট্টগ্রাম স্টেশনে থামবে। এরপর চলে যাবে কক্সবাজার স্টেশনে।

চট্টগ্রামের যাত্রীদের জন্য নির্ধারিত থাকছে দুটি বগি। কক্সবাজার থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে চারটায়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় আমরা খুশি : জার্মান রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা