পর্ন সাইট বন্ধে লিংক পাঠান: বিটিআরসি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

24আপত্তিকর লিংক পাঠালে বিটিআরসি তা বন্ধ করে দিবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ। তিনি বলেন, সরকারের তরফ থেকে পর্নো সাইট বন্ধের উদ্যোগ নেওয়ার পর প্রায় ৯০ শতাংশের বেশি সাইট বন্ধ করতে সক্ষম হয়েছি। তরুণ প্রজন্ম ও অভিভাবকদের কথা মাথায় রেখে নতু্ন উদ্যোগ নিয়েছে বিটিআরসি। কোনো আপত্তিকর সাইট চোখে পড়লে এর লিংক btrc@btrc.gov.bd এই ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া ২৮৭২ এই নম্বরে ফোন করেও তথ্য দেওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, যারা পর্নো সাইট ভিজিট করে তারা অনেক চালাক। নতুন নতুন নামে খুঁজে খুঁজে এসব সাইটের লিংকে প্রবেশ করছে। সে দিকেও আমাদের নজর রয়েছে। তবে বিদেশি পর্নো সাইট বন্ধে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তিনি। এদিকে পর্নো সাইটের লিংক কাজের সময় চোখের সামনে চলে আসলে তা বিটিআরসির মেইলে পাঠানোর জন্য সাধারণ মানুষকে জানাতে বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। পর্নো সাইট কনটেন্ট, ছবি ও ভিডিও বন্ধের অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬০০-র কাছাকাছি সাইট বন্ধ করতে সক্ষম হয়েছে বিটিআরসি। তাদের এই প্রক্রিয়া চলমান।

যে সকল আইডিতে পর্নো সাইট ব্যবহার হচ্ছে তাদের মূল সংযোগ খুঁজে বের করে তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যেম পর্নো সাইট বন্ধের চেষ্টা চলছে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান। গত বছরের ২৮ নভেম্বর সচিবালয়ে পর্নো সাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর এক পিতার লেখা চিঠির সূত্র ধরে পর্নো সাইট বন্ধের উদ্যোগ নেয় সরকার।

পূর্ববর্তী নিবন্ধলোগো বানিয়ে জিতলেন লাখ টাকা
পরবর্তী নিবন্ধটেস্ট র‌্যাংকিংয়ে ঝলমলে টাইগার ব্যাটসম্যানরা