পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
বুধবার নৌমন্ত্রী রাজধানীর রাজউক এভিনিউয়ের সড়ক পরিবহন ভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মিটিং শেষে এ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, এটা পরিবহন ধর্মঘট না। শ্রমিকদের কর্মবিরতি। আমি তাদেরকে কাজে যোগদানের আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে আইনমন্ত্রী ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তারা পরিবহন মালিক-শ্রমিকদের বাস্তবতা উপলব্ধি করেছেন। তারা আশ্বস্ত করেছেন, উদ্ভূত পরিস্থিতির সমাধানে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে সরকার আইনানুগ সব ধরনের সহযোগিতা করবে। আমি বিশ্বাস করি, এ সিদ্ধান্তের ফলে সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটের অবসান হবে। মালিক-শ্রমিকরা তাদের কাজে যোগ দেবেন। নৌপরিবহনমন্ত্রী পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মালিক সমিতি সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক শ্রমিকরা।
এরই মধ্যে সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই গতকাল থেকে সারা দেশে আকস্মিক ধর্মঘট ডাকা হয়।