পরিবর্তিত সূচিতে ম্যাচ বাড়ল বাংলাদেশের

পপুলার২৪নিউজ ডেস্ক:
কয়েকদিন আগেই আগামী ২০১৯ সাল থেকে পরবর্তী চার বছরের জন্য নতুন প্রস্তাবিত এফটিপি সূচি ঘোষণা করেছিল আইসিসি। তবে প্রস্তাবিত সেই সূচিতে কিছু পরিবর্তন এনে ফের তা প্রকাশ করেছে আইসিসি। আর পরিবর্তিত সেই সূচিতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ বেড়েছে বাংলাদেশের।

ছয় দিন আগে প্রকাশিত সূচিতে ৩৫টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি পেয়েছিল বাংলাদেশ। পরিবর্তিত সূচিতে টাইগারদের টেস্ট ও ওয়ানডের সংখ্যা অপরিবর্তিতই থাকছে। তবে টি-টোয়েন্টি বেড়ে তা ৪৪ এ দাঁড়িয়েছে।

এদিকে আগের সূচিতে কম পাওয়ায় বেশ ক্ষেভ ঝেড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরিবর্তিত সূচিতে পাকিস্তানের ম্যাচ সংখ্যা বাড়ছে অনেক। আগের প্রকাশিত সূচিতে সব ফরম্যাট মিলে যেখানে ১০৪টি ম্যাচ পেয়েছিল পাকিস্তান, নতুন সূচিতে যেখানে সবমলিয়ে ম্যাচ পাচ্ছে তারা ১২১টি।

 

পূর্ববর্তী নিবন্ধজি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী জয়া আহসান
পরবর্তী নিবন্ধভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ট্রাম্পের