নিউজ ডেস্ক :
পরিচ্ছন্নতার অভাবে রাজধানীর অনেক খাল গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রামপুরা খাল ও জিরানি খাল পরিচ্ছন্নকরণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
খাল-নদী-নালা জাতীয় সম্পদ, এগুলো নষ্ট করার অধিকার কারো নেই বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
খাল পরিষ্কারের কাজে যুবকদের এগিয়ে আসায় প্রশংসার পাশাপাশি জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। খাল পরিচ্ছন্ন করতে খালকেন্দ্রিক স্থানীয় কমিটি গঠন করে দেয়ার প্রতিশ্রুতি দেন এ উপদেষ্টা।
এ সময় যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের প্রশংসা করে রিজওয়ানা বলেন, ‘পরিবেশের কথা আসলে সবার মনে আমার কথা আসে। কিন্তু এবারের উদ্যোগটা এসেছে যুব মন্ত্রণালয় থেকে। ৬৪টা খাল পরিচ্ছন্ন করার এ দারুণ সিদ্ধান্ত আসিফ নিয়েছে। আমি হয়তো এ সাহস করতে পারতাম না। এখানেই তরুণদের শক্তি। ওরা বক্সের বাইরে চিন্তা করে।’
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ৬৪ জেলায় ৬৪টি খাল পরিষ্কারে তার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানান। খাল-নদী পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জাতীয় স্বার্থে যুবকদের ভূমিকা পালনে শপথ বাক্য পাঠ করান তিনি। পরে, আনুষ্ঠানিকভাবে খাল পরিচ্ছন্নকরণ কাজের উদ্বোধন করা হয়।