পপুলার টোয়েন্টিফোর নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইন্টারনেট সংবাদপত্রের ইতিহাসে এক অনন্য নাম পপুলার টোয়েন্টিফোর নিউজ। বিশ্বায়নের যুগে অসীম সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে।
প্রতি দিনই বাড়ছে এই পত্রিকার পাঠক সংখ্যা। ইন্টারনেট ব্যবহার মানুষের কাছে সহজলভ্য হওয়াতে অনলাইন পত্রিকার দিকেই মানুষের ঝোক বেড়েই চলছে।
৬ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশিষ্টজনরা মনে করেন, পপুলার টোয়েন্টিফোর নিউজ এখন বস্তুনিষ্ঠ খবরের উৎসের ভরসাস্থলে উপনীত হয়েছে। এ সাফল্যের ধারা অব্যাহত থাকার আশাও প্রকাশ করেন তারা।
শুক্রবার বিকেল পাঁচটায় পপুলার কার্যালয়ে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন আমাদের অর্থনীতির উপ সম্পাদক হুমায়ুন কবির খোকন, ঢাকা রির্পোটাস ইউনিট এর সাবেক যুগ্নসম্পাদক তোফাজ্জেল হোসেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের আসাদুল্লাহিল গালিব, রূপালী ব্যাংকের  এহতেশামুজ্জামান , বেসিক ব্যাংকের  হারুনুর রশিদ,  কুদ্দুস মিয়া, পপুলার২৪নিউজ এর বার্তা সম্পাদক ফিরোজ মিয়া আমাদের অর্থনীতি স্টাফ রির্পেটার সাইদ রিপন, খোলা কাগজের ফয়সাল সুমন খান, হাবিবুর রহমান খান ও আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ মিয়া। ৬ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, ২০১৩ সালের এপ্রিলে অন্যান্য বার্তা সংস্থার মতো এর যাত্রা শুরু করে পপুলার। আয়োজনে সঙ্গী হন সরকার-রাজনীতির নীতি-নির্ধারক; বিচারপতি-আইনজীবী, ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা, কবি-সাহিত্যিক-সাংবাদিক, সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ-সংগঠক, সামরিক-বেসামরিক
কর্মকর্তা আর নানা ক্ষেত্রে বাঁক বদলের সাক্ষীরা।
এই মিলনমেলায় যোগ দিয়ে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, ”দীর্ঘ ৫ বছর ধরে এ প্রতিষ্ঠানটি সফলভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে এটি গণমানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। প্রত্যাশা করছি, আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার গ্রহণযোগ্যতা ধরে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জের ডিসিসহ চারজনের বিরুদ্ধে রুল
পরবর্তী নিবন্ধ হবিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর কলেজছাত্রীর মরদেহ উদ্ধার