পদত্যাগ করতে যাচ্ছেন রবার্ট মুগাবে

পপুলার২৪নিউজ ডেস্ক:
জিম্বাবুয়ের স্বাধীনতা আন্দোলনের নেতা রবার্ট মুগাবে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন। এ জন্য তিনি স্পিকার বরাবর খসড়া চিঠিও প্রস্তুত করেছেন।

দেশটির সেনাবাহিনীর সঙ্গে মুগাবের পদত্যাগ আলোচনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট জিম্বাবুয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার সিএনএন এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, রবার্ট মুগাবে ও স্ত্রীর ব্যক্তিগত সম্পত্তির পূর্ণ নিরাপত্তাসহ মুগাবের বেশ কিছু দাবি মেনে নিয়েছেন দেশটির সেনাপ্রধান।

তিনি বলেন, রোববার টেলিভিশনে দেয়া ভাষণে মুগাবে সেনাবাহিনীর ক্ষমতা দখলকে সাংবিধানিকভাবে বৈধ ঘোষণা করবেন, এমনকি বোঝাপড়াও হয়েছিল সেনাবাহিনী ও মুগাবের। কিন্তু মুগাবে তা করেননি। তবে পরে তিনি রাজি হয়েছেন।

জিম্বাবুয়ের নিয়মানুযায়ী, পদত্যাগের জন্য প্রেসিডেন্টকে সংসদের স্পিকার বরাবর চিঠি পাঠাতে হয়। মুগাবে ইতোমধ্যে চিঠির খসড়া প্রস্তুত করেছেন।

এর আগে শনিবার মুগাবের পদত্যাগের দাবিতে রাজধানী হারারের রাস্তায় সেনাবাহিনী ও জানু-পিএফের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন। বুধবার দেশটির শাসনক্ষমতা সেনাবাহিনী কেড়ে নেয়ার পর থেকে গৃহবন্দি রয়েছেন মুগাবে।

রোববার মুগাবের নিজ দল জানু-পিএফপ্রধানের পদ থেকে বহিষ্কারের পর দেশটির স্বাধীনতাযুদ্ধের এ গেরিলা নেতাকে প্রেসিডেন্টের পদ ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়।

 

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হাইকোর্টের রুল
পরবর্তী নিবন্ধমন্ত্রিসভায় শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব