ভারত-পাকিস্তান পরস্পর পাল্টাপাল্টি পতাকার উচ্চতা বাড়ানোর প্রতিযোগিতায়নেমেছে। ওয়াঘা সীমান্তে প্রায় চার মাস আগে ৩৫০ ফুট উঁচু পতাকা উড়িয়েছিল ভারত। তবে এবার তার চেয়েও ৫০ ফুট উঁচু পতাকা উড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
ওয়াঘায় নিজেদের দেশের জাতীয় পতাকা আরও উঁচুতে ওড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তান। ভারতের জাতীয় পতাকা যেখানে ৩৫০ ফুট উঁচুতে লাগানো, সেখানে পাকিস্তান তাদের পতাকা ৪০০ ফুট উঁচুতে উড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
উঁচু পতাকা স্থাপনের জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। ওই অঞ্চলটি পরিষ্কার রাখতে গাছপালা কাটাও শুরু হয়েছে। কাজটি সম্পন্ন হলে সেটি বিশ্বের অষ্টম উচ্চতম পতাকা হবে।
ভারতের সাড়ে তিনশ ফুট উঁচু পতাকা লাহোর থেকেও দৃশ্যমান ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই ঝোড়ো হাওয়ার কারণে সেটি ছিঁড়েও যায়। একবার নয়, এখন পর্যন্ত মোট পাঁচবার পতাকা বদলাতে হয়েছে। এমনকী সীমান্তে গত তিনমাস ভারতের পতাকাই নেই।