পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (২৭ মার্চ) দুপুরে নাট্য সংগঠন ভূমিজের আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এসময় ভূমিজের উপদেষ্টা, পঞ্চগড় জেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, বেসরকারি সংস্থা পরস্পরের নির্বাহী পরিচালক আক্তারুন্নাহার সাকি, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় জেলা শিশু কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, ভূমিজ নাট্যদলের সভাপতি সরকার হায়দার, বাংলাদেশ যাত্রা ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, দিশারী নাট্যদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।

মানববন্ধনে জেলার তিনটি নাট্য সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব নাট্য দিবস এবং আমাদের থিয়েটার
পরবর্তী নিবন্ধআইপিএলকে ‘না’ বলায় তাসকিনকে পুরস্কার দেওয়া উচিত: সাবেক অধিনায়ক