পঞ্চগড়ে তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি

জেলা প্রতিনিধি

গেল কয়েকদিন শৈত্যপ্রবাহের পর ১০ ডিগ্রির ওপরে উঠেছে পঞ্চগড়ের তাপমাত্রা। ফলে তাপমাত্রার রেকর্ডে শীত হাড় কাপাচ্ছে রাতভর। আবার সকালের রোদে কমে যায় শীতের তীব্রতা।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১০ ডিগ্রির ওপরে। ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কিছুটা হ্রাস পেয়েছে শীতের তীব্রতা।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বরাবরের মতোই কুয়াশাহীন ভোরে ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। সূর্যের আলোয় ঝলমল করছে জেলার প্রকৃতি। কর্মচাঞ্চল্যতা দেখা যায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে।

নিজের চা বাগানে কাজ করতে দেখা যায় আব্দুল করিম ও কামাল হোসেনকে। তারা বলেন, আগের থেকে শীত কমে গেছে। তবে প্রচণ্ড ঠান্ডা লাগে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। এ সময়টায় হাড় কাপতে শুরু করে। সকালে রোদ উঠে যাওয়ায় তাপমাত্রা বাড়তে থাকলে দিনে হারিয়ে যায় শীত।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজও দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রা বৃদ্ধিতে পেয়ে কিছুটা হ্রাস পেয়েছে শীতের তীব্রতা। গত ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল।

পূর্ববর্তী নিবন্ধহাসান আরিফের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধআম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানা গুনলেন ফাজালহাক ফারুকি