পছন্দের কলেজে ভর্তি নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় শিক্ষার্থী-অভিভাবকরা


মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :

নগরীতে উচ্চ মাধ্যমিকে পছন্দের কলেজে ভর্তি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায়
শিক্ষার্থী-অভিভাবকরা। শিক্ষার্থীর তুলনায় সরকারি কলেজ কম হওয়াতে ভর্তির বিষয়ে
দুশ্চিন্তায় তারা।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ
বিদ্যালয়ের শিক্ষার্থী নুহা রহমান। নুহা রহমানের বাবা নাজিম রহমান বেসরকারী
চাকরিজীবী। জিপিএ ৫ পেয়ে খুশি বাবা-মেয়ে দু’জনই। তবে বাবা নাজিম রহমান
উদ্বিগ্ন মেয়ের কলেজে ভর্তির বিষয়ে। তিনি বলেন, চট্টগ্রামে জিপিএ ৫ পাওয়া
শিক্ষার্থীর তুলনায় সরকারি কলেজের সংখ্যা তুলনামুলক অনেক কম।

চট্টগ্রাম সরকারি মুসলিম হাই উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী তানজিদ ও সাদমান হোসেন।
মুসলিম হাই  স্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। সোমবার রেজাল্টের পর
স্কুল মাঠে  কথা বলছিলেন দুই বন্ধু। তারা জানায় ফলাফল ভালো হয়েছে। চিন্তা এবার
সরকারি কলেজ নিয়ে। রেজাল্টের আগ থেকেই মা-বাবা এ নিয়ে চিন্তা করছেন।

জিপিএ-৫ পাওয়া আলিফ নামে শিক্ষার্থীর মা রিজিয়া বেগম বলেন, ছেলে ভালো রেজাল্ট
করেছে এসএসসিতে। ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভালো স্কুলের শিক্ষার্থী
ছিলেন। এখন ভালো কলেজে ভর্তি করাতে পারবো কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
তারপরও সন্তানকে ভালো জায়গায় ভর্তি করতে চেষ্টা চালিয়ে যেতে হবে।

নাদিম নামে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়  বিজ্ঞান বিভাগ থেকে এবার জিপিএ–৫
পেয়েছেন। তার পিতা প্রবাসী রায়হান তিনি বলেন, ভালো কলেজে ভর্তি নিয়ে সংশয়ে
আছি। কারণ, বিজ্ঞানে আসন সংখ্যা খুবই কম। আর জিপিএ–৫ পাওয়া ছাত্র–ছাত্রীর
সংখ্যা অনেক বেশি। সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ানোর প্রয়োজন।

সোমবার (৬ মে )  প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি-২০১৯ এবার মোট জিপিএ–৫
পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৩ শত  ৯৩ জন। কিন্তু এর সিংহ ভাগই ৬ হাজার ৯
শত ৫৪  বিজ্ঞানের শিক্ষার্থী। বাকি দুই শাখায় জিপিএ–৫ মানবিকে ২৭ জন, ব্যবসায়
শিক্ষায়  ৪১২ জন।

এদিকে জিপিএ–৫ প্রাপ্তদের সবার টার্গেট থাকে চট্টগ্রাম মহানগরের সরকারি
কলেজগুলোতে। কিন্তু এসব কলেজে অপ্রতুল আসনের কারণে শহরের বেসরকারি কোন কলেজে
(এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত অথবা এমপিও বর্হিভূত), নয়তো নগরীর বাইরে কোন
সরকারি কলেজে ঠিকানা নির্ধারণ করতে হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ শাখা সূত্রে জানা যায়, বোর্ড অনুমোদিত
চট্টগ্রামে ২৬০টি কলেজ রয়েছে। তন্মধ্যে ২২টি সরকারি কলেজে তিন বিভাগে
(বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) মোট আসন রয়েছে ২০ হাজার ৪৬৭টি। এর মধ্যে
বিজ্ঞান বিভাগের  আসন সংখ্যা ৫ হাজার ৬৯৫টি। ব্যবসায় শিক্ষায় ৮ হাজার ৭৬ এবং
মানবিকে ৬ হাজার ৬৯৬টি।

চট্টগ্রাম মহানগরে অনুমোদিত কলেজের সংখ্যা প্রায় ৮০টি। সরকারি ৮টি ও সিটি
কর্পোরেশনের অধীন ২২টি ছাড়া বাকি ৫০টি (প্রায়) কলেজ বেসরকারি (এমপিওভুক্ত ও
এমপিওবিহীন)। কিছু কলেজ অনুমোদনের অপেক্ষায়  রয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহেদুল হক  বলেন,
চট্টগ্রাম মহানগরে সরকারি কলেজগুলোর মোট আসন সংখ্যার তুলনায় জিপিএ–৫ প্রাপ্ত
শিক্ষার্থীর সংখ্যা কয়েকগুণ বেশি। সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত সব শিক্ষার্থী
স্বাভাবিক ভাবেই তাদের প্রত্যাশিত কলেজে ভর্তির সুযোগ পাবেনা।

মহানগরের ৮টি সরকারি কলেজে বিজ্ঞান শাখায় ভর্তির সুযোগ পাবে মাত্র ২ হাজার ৮৮২
শিক্ষার্থী। এর বাইরে কোটাতে ভর্তি করা হবে। সরকারি কলেজ আসন বৃদ্ধির জন্য
প্রত্যেক কলেজ আবেদন করেছে। সেটা পরিদর্শন করে আসন বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২২ টা সরকারি কলেজ রয়েছে। সাথে আরো
২৬ টি কলেজ জাতীয় করণ হয়েছে। কিন্তু জাতীয় করণ হলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা
এখনো প্রদান করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ফল নি‌য়ে ভুল তথ্য দিলেন নায়িকা পূজা
পরবর্তী নিবন্ধনাইজারে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৮