পপুলার২৪নিউজ ডেস্ক:
এক গ্রাহকের পকেটেই বিস্ফোরিত হয়েছে স্যামসাং কোম্পানির একটি মোবাইল হ্যান্ডসেট।চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার এক নাগরিকের পকেটে এঘটনা ঘটে।তবে স্যমসাং দাবি করেছে, ওই গ্রাহক সেটটিতে অননুমোদিত ব্যাটারি ব্যবহার করেছিল।সেটটি বিষ্ফোরিত হওয়ার ওই ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।
চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানায়, স্যামসাং গ্রান্ড ডিউস মডেলের ওই স্মার্টফোনটি একজন ব্যবহারকারীর পকেটে বিস্ফোরিত হয়।
ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। তাকে অন্য এক ব্যক্তি সহযোগিতা করে পরিহিত শার্টটি খুলে ফেলেন। তার শার্টে আগুন ধরে গিয়েছিল।
এবিস্ফোরণের বিষয়ে স্যামসাং জানায়, ওই ব্যাক্তি তৃতীয় কোনো পক্ষের ব্যাটারি ব্যবহার করেছিল। যা স্যামসাং কোম্পানির নয় বা এর অনুমোদিত নয়।
স্যামসাং গ্রান্ড ডিউস মডেলটি ২০১৩ সালে বাজারজাত করা হয়।