নড়াইলে মাশরাফির ঈদের নামাজ আদায়

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়াডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজ জেলা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন।

শনিবার সকাল ৮টায় নড়াইল পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে তিনি ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ম.ম. শফিউল্লাহ।

ঈদের নামাজ আদায় শেষে, ঈদগাহে আগত মুসল্লীদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ‘নড়াইল এক্সপ্রেস খ্যাত’ মাশরাফি বিন মর্তুজা। এসময় তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন।

এদিকে নড়াইলের প্রধান ঈদের জামাতে মাশরাফি ছাড়াও অংশ নেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জুন) রাতে মা-বাবাসহ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে জন্মস্থান নড়াইলে আসেন মাশরাফি।

পূর্ববর্তী নিবন্ধআমি যে সিঙ্গেল, সেটা কেউ বিশ্বাসই করতে চায় না: মিম
পরবর্তী নিবন্ধঈদে চলছে যেসব সিনেমা